নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ৫০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। লাহুড়িয়ার শালনগর ইউনিয়নের মাকড়াইল আদর্শ গুচ্ছগ্রাম সংলগ্ন মিলন মিয়ার মুদি দোকানের পশ্চিম পাশে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, ১৪ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের এসআই এম সজীব আহমেদ সঙ্গীয় ফোর্সসহ শালনগর ইউনিয়নের মাকড়াইল আদর্শ গুচ্ছগ্রাম সংলগ্ন মিলন মিয়ার মুদি দোকানের পশ্চিম পাশে অভিযান চালিয়ে আব্দুল্লাহ বিশ্বাস, ওমর আলী, শামীম ফকির, ফেরদাউস শিকদার ও ইব্রাহিম শিকদারকে গ্রেফতার করে। এ সময় আসামিদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
নড়াইল পুলিশ সুপার মোহাম্মাদ মেহেদী হাসান জানিয়েছেন আসামিদের গতকাল দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version