বাংলার ভোর প্রতিবেদক
আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ পুলেরহাট যশোরে নবনিযুক্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন ফার্মাকোলজি বিভাগের স্বনামধন্য শিক্ষক অধ্যাপক ডা. সন্জয় সাহা। বুধবার সকালে অধ্যাপক ডা. সন্জয় সাহাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: গিয়াস উদ্দিন।
এ সময় নবনিযুক্ত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন প্রতিষ্ঠানের উপদেষ্টা অধ্যাপক ডা. গোলাম মুক্তাদিরসহ বিভিন্ন বিভাগের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় উপস্থিত ছিলেন সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এসএম আবু আহসান, এনাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন, বায়োকেমেস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মারুফা আখতার, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. এএসএম রিজওয়ান, ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. নওশাদ মোহাম্মদ ওয়াহিদুর রহমান, ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোস্তফা সুমন আল রশিদ, কলেজ সেক্রেটারি সুব্রত কুমার বসাক প্রমুখ।
দায়িত্বগ্রহণকালে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অধ্যক্ষ অধ্যাপক ডা. সন্জয় সাহা বলেন, অধ্যক্ষ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই প্রতিষ্ঠানে প্রভাষক হিসেবে যোগদান করে সেখান থেকে ধাপে ধাপে অধ্যাপক পর্যন্ত আসা আমার জন্য বড় পাওয়া।
প্রতিষ্ঠাতা ডা. শেখ মহিউদ্দিন স্যারের স্বপ্নের প্রতিষ্ঠান আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। অধ্যাপক ডা. সন্জয় সাহা ২০১৮ সাল থেকে ২০২১ পর্যন্ত এবং পরবর্তিতে ২য় দফায় ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি জহুরুল ইসলাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন।