বাংলার ভোর প্রতিবেদক
নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব ও প্রসারের বার্তা নিয়ে যশোরে জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে অ্যাকশনএইড বাংলাদেশ, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি) এবং বুয়েটের যৌথ উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং সাধারণ মানুষকে পরিবেশবান্ধব জ্বালানির প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করেন। বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির সুবিধা এবং জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব তুলে ধরা হয়। পরে প্রেসক্লাব যশোরের সামেন অবস্থান করেন।
রিনিউএবল এনার্জি ফেস্টের সভাপতি ও উলাসী সৃজনশীল সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি আমাদের পরিবেশ এবং অর্থনীতির জন্য অত্যন্ত জরুরি। এই র্যালির মাধ্যমে আমরা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে চেয়েছি।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন র্যাম্পের নির্বাহী পরিচালক আহসান হাবীব, সিএসডিও এর সুকান্ত দাস, রাইজের নিলুফার ইয়াসমিন, আমরা করবো জয়ের শেখ রফিকুল ইসলাম নয়ন, কৃষ্টিবন্ধনের আবুল কাশেম, সৃষ্টিশীলের সায়রা খাতুন, পাওয়ার প্লাসের প্রতিনিধি আশরাফুল ইসলাম ও মাসুদ খান ফাউন্ডেশনের শামসুজ্জামান সজন প্রমুখ।