কালিগঞ্জ সংবাদদাতা

সাতক্ষীরার কালিগঞ্জের নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও কলেজের শিক্ষার্থীরা।

সোমবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা কলেজের দুর্নীতিবাজ ও শিক্ষা ব্যবসায়ী অধ্যক্ষ তোফায়েল আহেমেদের পদত্যাগের একদফা দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।
পরে বৈষম্যবিরোধী ছাত্রদের সমন্বয়ক রনি শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমন্বয়ক হামিদুল ইসলাম, মো. সোহান, মো. নাঈম, ইকবাল হোসেন, মারুফ বিল্লাহ, মেহেরাব হোসেন হোসেন প্রমুখ।

এসময় বক্তারা অবিলম্বে অধ্যক্ষের অপসারণের দাবি জানান এবং অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে হুশিয়ারি দেন।

Share.
Exit mobile version