অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তি সম্প্রীতি ও সহিংসতা : নাগরিক ভাবনা ও আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে অভয়নগরের পায়রাহাট ইউনাইটেড কলেজে পিএফজি এমবাসেডর শহিদুল ইসলামের সভাপতিত্বে পিএফজি ও হাঙ্গার প্রজেক্ট অভয়নগরের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময়ে হাঙ্গার প্রজেক্ট অভয়নগর উপজেলা শাখার সমন্বয়কারী অধ্যক্ষ আব্দুল লতিফের সঞ্চালনায় বিএনপি, বাংলাদেশ জামায়াতের ইসলামী, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, সিপিবি, সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার সুধীজন ও নানা শ্রেণী পেশার মানুষ এই সভায় উপস্থিত ছিলেন। এ সময় সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়তে ও সহিংসতা পরিহার করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরেপক্ষ নির্বাচন করতে এলাকার সকল দলের নেতৃবৃন্দ প্রতিশ্রুতিবদ্ধ হন।
অনুষ্ঠানে হাঙ্গার প্রজেক্ট ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
