বাংলার ভোর প্রতিবেদক
প্রত্যয় থিয়েটারের প্রযোজনায় নাটক ‘ম্যাডম্যান’ মঞ্চস্থ হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘ম্যাডম্যান’ প্রদর্শিত হয়।
শিপন চৌধুরীর রচনা ও নির্দেশনায় ‘ম্যাডম্যান’ শুধুমাত্র একটি নাটক নয়, এটি সমাজের নীরবতার বিরুদ্ধে এক তীব্র উচ্চারণ। একটি মনস্তাত্ত্বিক ও প্রতীকধর্মী একক নাট্য প্রযোজনা।
যেখানে একটি বিকৃত, অথচ অসামান্যভাবে সংবেদনশীল মানসিক জগৎ থেকে সমাজ, সভ্যতা, ভালবাসা, যৌনতা, নিপীড়ন এবং আত্মসত্তার দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে। নাটকটির কেন্দ্রে রয়েছে ‘ম্যাড’।
এক ধ্বংসস্তুপে গড়ে ওঠা চরিত্র, যার ভেতরে লুকিয়ে রয়েছে সমাজ বহিস্কৃত ইতিহাস, অবদমিত শৈশব, যৌন নির্যাতনের বিভীষিকা, প্রেমের প্রতারণা, ঈশ্বরের অস্পষ্টতা এবং অস্তিত্ব সংকট।
‘ম্যাডম্যান’ নাটকের ভাষা আবেগপ্রবণ, কখনো স্পষ্ট, কখনো বিমূর্ত। সংলাপে রয়েছে শরীর ও মানসিকতা বিশিষ্ট এক ভয়াবহ আত্মকথন। যেখানে মঞ্চে রূপ নেয় নিঃশব্দ চিৎকার, অন্ধকারে হারিয়ে যাওয়া স্বর, এবং জীবনের গভীরতম প্রশ্ন।