মাগুরা সংবাদদাতা
বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন মাগুরা জেলা শাখা জনস্বার্থবিরোধী নার্সিং ও মিডওয়াইফারি প্রশাসনের একীভূতকরণ প্রক্রিয়া বন্ধসহ আট দফা ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
সোমবার দুপুরে মাগুরা জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি সুফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক আমিনা খাতুন।
বিএনএ নেতৃবৃন্দ জানান, ৪৮ বছরের ঐতিহ্যবাহী স্বতন্ত্র নার্সিং প্রশাসন ও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে নার্স ও মিডওয়াইফদের ভিন্ন পেশাজীবীর অধীনস্থ করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা জনস্বার্থবিরোধী ও অগ্রহণযোগ্য। তারা আরও বলেন, স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসের পরও ১৪ মাস অতিবাহিত হলেও নার্স-মিডওয়াইফদের ন্যায্য দাবি বাস্তবায়ন হয়নি।
ফলে পেশাগত উন্নয়ন, মর্যাদা ও অধিকার দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছে নার্স সমাজ।

