Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আজ যশোর আইনজীবী সমিতির নির্বাচন
  • তিন বছরে বাংলার ভোর
  • যশোরে আটক প্রতারক আব্দুস সালাম আদালত থেকে জামিনে মুক্ত
  • পোফ যশোরের উদ্যোগে তামাক কর নীতি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
  • যশোরে ড্রেনের পাশ থেকে দুইটি ককটেল উদ্ধার
  • জনগণ স্বাধীন ভাবে তার পছন্দের ব্যাক্তিকে ভোট দেবে এটাই গণতন্ত্র : নার্গিস বেগম
  • তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উপশহর ইউনিয়নের ফাইনাল নিশ্চত
  • যশোরে শীতেও বাড়ছে ডেঙ্গু রোগী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, নভেম্বর ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নিজেদের ‘পাতা ফাঁদে’ই ডুবছে ভবদহের মানুষ

মৎস্যঘের স্থাপনে নীতিমালা না মানায় বাড়ছে সংকট
banglarbhoreBy banglarbhoreজুলাই ২৯, ২০২৫No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জাহিদ হাসান
ভবদহ পাড়ের বাসিন্দা অলক মন্ডল। দুই সন্তান, স্ত্রী আর বৃদ্ধা মাকে নিয়েই তার সংসার। ভিটে বাড়ি ছাড়াও মাঠে রয়েছে ১৭ শতক আবাদি জমি। এক সময় সেই জমিতে সব ধরণের ফসলই ফলতো। কিন্তু জমির আশেপাশে একের পর এক মাছের ঘের নির্মাণে পানিনিস্কাশনের পথ রুদ্ধ হওয়ায় সেই জমিতে এখন সারা বছরই থাকে জলাবদ্ধ। ফসল না ফলায় নিজে জমি থাকতেও এখন সংসার চালাতে পরের জমিতে করতে হচ্ছে দিনমজুরের কাজ। অলক মন্ডল বলেন, ‘আমার জমিতে তিন ফসলি ফসল ফলতো। তিল পাট ধান সবই ফলতো। এখন সেই জমিতে মাঝা সমান জল থাকে। আশেপাশে মাছের ঘের কাটাতে জল সরার লাইন নেই। ফলে এখন আর ফলন হয় না। বাধ্য হয়ে পেট বাঁচাতে পরের জমিতে দিনমজুরি করতে হচ্ছে।’

শুধু অলক মন্ডল নয়; যশোরের দুঃখ হিসেবে পরিচিত ভবদহ এলাকায় হাজারোও মানুষের জীবনের গল্প একই। নিজের জমি জায়গা থাকলেও বেঁচে থাকতে পরের জমি কিংবা শহরে করতে হচ্ছে দিনমজুরের কাজ।
যশোরের অভয়নগর, মণিরামপুর, কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। দুই দশক আগেও এই অঞ্চলে মাঠের পর মাঠ ভরে যেত তিন ফসলি আবাদে। এই অঞ্চলের পানি নিষ্কাশনের মাধ্যম মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদীতে পলি পড়ে নাব্যতা কমতে থাকে। ভবদহ এলাকায় দুই দশক আগে শুরু হয় মাছের ঘের তৈরি। পানির সহজলভ্যতায় দিনের পর দিন বাড়ছে অপরিকল্পিত মাছের ঘের। ঘের স্থাপনে নীতিমালা থাকলেও মানছে না কেউ। যার ফলে বর্ষায় ঘের এলাকা প্লাবিত হয়ে পানি নিস্কাশনের পথরুদ্ধ হওয়ায় সৃষ্টি হয় জলাবদ্ধতায়। ফলে বছরের পর বছর অচল জীবনযাত্রা।

এমন পরিস্থিতিতে ঘের স্থাপনে নীতিমালা তৈরি করে নিবন্ধনের ব্যবস্থা করেছে সরকার। কিন্তু ঘের মালিকেরা সেই নীতিমালা মানছেন না। অনেকে বিষয়টি জানেনও না। এতে ভবদহের জলাবদ্ধতার সংকট আরও প্রকট হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, ভবদহ এলাকায় অন্তত ৫২টি ছোট-বড় বিল আছে। বিলের ভেতর দিয়ে মুক্তেশ্বরী, টেকা, হরি ও শ্রী নদ-নদী প্রবাহিত। এগুলোর জোয়ার ভাটার সঙ্গে এলাকার বিলের পানি ওঠানামা করে। জলাবদ্ধতা নিরসন করে পরিকল্পিতভাবে মৎস্যঘের স্থাপন; সরকারি খাল, নদী ও জমি অবৈধ দখল থেকে উদ্ধার করে খাল ও নদীর নাব্যতা বৃদ্ধির জন্য ২০১৯ সালে মৎস্যঘের স্থাপন নীতিমালা প্রণয়ন করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। কিন্তু কোন ঘের ব্যবসায়ীই নীতিমালা মানেনি। দুই ঘেরের মাঝে আড়াই ফুট করে মোট পাঁচ ফুট জায়গা পানি নিস্কাশনের জন্য ফাঁকা রাখার কথা থাকলেও কেউই ঘেরে জায়গা রাখেন না। ফলে বছরের পর নিজেদের কৃত্রিম সংকটেই নিজেরাই ডুবছে বছরের পর বছর।

অভয়নগরের ডুমুরতলা এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শিবপদ বিশ্বাস বলেন, ‘আসলে ভবদহ এলাকায় জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত ঘের অবশ্যই দায়ী। কারণটা হচ্ছে যখন পাশাপাশি দুটি ঘের নির্মাণ করা হচ্ছে; একটি ঘেরের পাশে পানি প্রবাহ জন্য কোন জায়গা রাখা হচ্ছে না। দুটি ঘিরের মধ্যে যদি সঠিক জায়গা রাখা হতো; তাহলে এই সমস্যার সৃষ্টি হতো না।’

বিল কেদারিয়ায় সাড়ে ৯৩ হেক্টর জমি ইজারা নিয়ে মাছের ঘের করেছেন পরেশ চন্দ্র মণ্ডল। তিনি এখনো ঘেরের নিবন্ধন করেননি। তিনি বলেন, ‘ফসল হয় না বলেই ঘের কেটেছিলাম। ঘেরের নিবন্ধন করার বিষয়ে আমি জানি না। আজই জানলাম। আমি মৎস্য অফিসে নিবন্ধনের ব্যাপারে খোঁজ নেব।’

২০১৯ সালে মৎস্যঘের স্থাপন নীতিমালায় বলা হয়, ঘের করতে হলে সংশ্লিষ্ট উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর থেকে নিবন্ধন নিতে হবে। কেউ নীতিমালা ভঙ্গ করলে নিবন্ধন কর্মকর্তা তার নিবন্ধন বাতিল করবেন। সরকারি খাল, সরকারি জমি, নদীর পাড় ও নদীর মধ্যে ঘের স্থাপন করা যাবে না। নদী, খাল ও খাসজমি ইজারা নিয়ে করা ঘেরের ইজারা বাতিল ও ঘের অপসারণ করে পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। প্রতিটি ঘেরের আয়তন হবে সর্বোচ্চ ১৫ হেক্টর, সমবায় সমিতির ক্ষেত্রে ৫০ হেক্টর। ঘেরমালিক ঘেরের চারদিকে নিজ খরচে বাঁধ বা পাড় দেবেন, বাঁধের সঙ্গে সরকারি রাস্তা থাকলে বাঁধের উচ্চতা রাস্তার থেকে কম হবে। পানিনিস্কাশনের সুবিধার্থে প্রত্যেক মালিককে ঘেরের বাঁধের বাইরে কমপক্ষে আড়াই ফুট করে জায়গা ছাড়তে হবে। উভয় ঘেরের পাড়ের মাঝে পানিনিস্কাশনে অন্তত পাঁচ ফুট জায়গা থাকবে। সরকারি রাস্তা ও পানি উন্নয়ন বোর্ডের বাঁধকে ঘেরের বাঁধ হিসেবে ব্যবহার করা যাবে না। মৎষ্য বিভাগ বলছে, ভবদহ এলাকায় ১২ হাজার ৯৮৬ হেক্টর জমিতে ১৮ হাজার ২৪০টি মাছের ঘের আছে। এর মধ্যে মাত্র ৩২ জন ঘেরের নিবন্ধন রয়েছে।
সরেজমিনে বিল বোকড়, বিল খুকশিয়া, বিল কেদারিয়া, বিল কপালিয়া, বিল ডুমুর, বিল পায়রা, বিল ঝিকরা ও চাতরার বিল ঘুরে দেখা গেছে, যত দূর চোখ যায় শুধু মাছের ঘের। অধিকাংশ ঘের নীতিমালা মেনে করা হয়নি। ঘেরগুলোর আয়তন দশমিক ১৭ হেক্টর (১ বিঘা) থেকে শুরু করে ২০৪ হেক্টর পর্যন্ত। শুধু চাতরার বিলে সমবায় ভিত্তিতে ১০২ হেক্টরে ঘের করা হয়েছে, যা নীতিমালার ৫০ হেক্টরের দ্বিগুণের বেশি। দুই ঘেরের মাঝে আড়াই ফুট করে মোট পাঁচ ফুট জায়গা পানিনিষ্কাশনের জন্য ফাঁকা রাখার কথা থাকলেও তেমন কোনো জায়গা নেই। পাশাপাশি দুই ঘেরের জন্য এক বাঁধ। মনিরামপুর উপজেলার পাঁচবাড়িয়া, নেবুগাতী, আলীপুর, কুলটিয়া ও লখাইডাঙ্গা এলাকায় মুক্তেশ্বরী নদী; বয়ারঘাটা ও বালিধা এলাকায় টেকা নদী এবং খুলনার ডুমুরিয়া উপজেলার চেঁচুড়ি, দোহাকুলা ও রুদাঘরা এলাকায় হরি নদীর দুই পাড় মাছের ঘেরের বাঁধ হিসেবে ব্যবহার করা হচ্ছে। যদিও নীতিমালায় নদ-নদীর বাঁধকে ঘেরের বাঁধ হিসেবে ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। এ ছাড়া অভয়নগরের ডুমুরতলা, মনিরামপুরের হাটগাছা, সুজাতপুর এলাকায় নওয়াপাড়া-কালীবাড়ি সড়ক এবং কেশবপুরের কাটাখালী এলাকায় কালীবাড়ি-চুকনগর সড়কের দুই পাশ ঘেরের বাঁধ হিসেবে ব্যবহার করা হচ্ছে।

ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটি আহ্বায়ক রণজিত বাওয়ালী বলেন, ‘ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার অন্যতম কারণ অপরিকল্পিত মৎস্যঘের তৈরি। এ বিষয়ে দায়িত্বশীল কর্তৃপক্ষ তাদের দায়িত্ব পালন করছে না। এ জন্য ভবদহের জলাবদ্ধতার সংকট আরও তীব্র হয়েছে। আমরা আন্দোলনও করেছি কোন কাজ হচ্ছে না। অপরিকল্পিত ঘের বন্ধ করতে হবে আর। আর জলাবদ্ধতা স্থায়ী সমাধানে টিআরএম চালু করতে হবে।’
পাউবোর নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, ‘জলবদ্ধতার অন্যতম কারণ ঘের। জেলা মৎস্য বিভাগকে চিঠি দিয়েছি। জলাবদ্ধতা দূর করণে সম্বনিত উদ্যোগ নেয়া হচ্ছে।’

যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, ‘আমাদের এই সমস্যা যতটা না প্রাকৃতিক, তার চেয়ে বেশি মনুষ্য সৃষ্টি প্রতিবন্ধকতা ঘের তৈরি। দীর্ঘদিন এখানে ঘের নির্মাণের নিতিমালা ছিলো না। সম্প্রতি একটি নীতিমালা হয়েছে। সেই নীতিমালা অনুযায়ী ঘের নির্মাণ করতে হবে। ঘের ব্যবসায় লাইসেন্স নিতে হবে। সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা, মৎস্যদের নির্দেশনা দেয়া হয়েছে। সেই নীতিমালা অনুযায়ী ঘের পরিচালনা করেন। নতুন করে ঘের নির্মাণ করতে না পারে; সেটিও নির্দেশনা রয়েছে।’

ডুবছে নিজেদের ভবদহের মানুষ ‘পাতা ফাঁদে’ই
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

আজ যশোর আইনজীবী সমিতির নির্বাচন

নভেম্বর ২৮, ২০২৫

তিন বছরে বাংলার ভোর

নভেম্বর ২৮, ২০২৫

যশোরে আটক প্রতারক আব্দুস সালাম আদালত থেকে জামিনে মুক্ত

নভেম্বর ২৭, ২০২৫
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.