মাগুরা সংবাদদাতা
মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল ও আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মাগুরা নোমানী ময়দানে সমাবেশ করেছে দলটি।
সমাবেশে বক্তব্য রাখেন, দলের জেলা আমির এমবি বাকের, সেক্রেটারি সাঈদ আহমেদ বাচ্চু, সাবেক জেলা আমির আব্দুল মতিন, আলমগীর বিশ্বাসসহ জেলা উপজেলার নেতাকর্মীরা।
বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের নানা সমালোচনা করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রতিহিংসার শিকার হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হয়েছে। স্বৈরশাসক বিতাড়িত হয়েছে কিন্তু জামায়াতে ইসলামীর
নিবন্ধন এখনো পুনর্বহাল হয়নি। এ জন্য আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। অবিলম্বে কারাবন্দি নেতা এটিএম আজহারুল ইসলাম নিঃশর্ত মুক্তি এবং নিবন্ধন পুনর্বহাল না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন নেতারা।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।