শ্যামনগর প্রতিনিধি:
নিম্নমানের সামগ্রি দিয়ে বিধিবহির্ভুতভাবে নির্মিত হচ্ছে প্রধানমন্ত্রীর উপহার শ্যামনগর উপজেলা মডেল মসজিদ। সারা দেশে নির্মিতব্য ৫৬০টি মডেল মসজিদের একটি নির্মাণ হচ্ছে শ্যামনগরে। প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এ মসজিদে নির্মাণ কাজে নানা অনিয়ম করে চলেছেন সংশ্লিষ্টরা। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন।
জানা গেছে, বর্তমানে মসজিদটির এক তালার ছাদ ঢালাইয়ের নিচ থেকে রড দেখা যাচ্ছে। এ ছাড়া মসজিদের পাশে রাখা রড ও নির্মাণ কাজে ব্যবহৃত রডগুলো মরিচা ধরে ঝরে ঝরে পড়ছে। বিষয়টি জেনে শ্যামনগর উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ গত মঙ্গলবার সরেজমিনে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন। তিনি বলেন নিম্নমানের রড দিয়ে কাজ করার জন্য আপাতত কাজ বন্ধ করে দেয়া হয়েছে। নতুন রড এনে আলোচনার মাধ্যমে আবার কাজ শুরু হবে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সম আব্দুস সাত্তার নিম্নমানের সামগ্রি পরিহার করে সঠিক নিয়মে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। এ বিষয়ে মসজিদ কমিটির সেক্রেটারি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলামের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, আমি সেক্রেটারি আছি ঠিকই তবে এ কাজটি সম্পূর্ণ গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে। দেখ ভাল করার দায়িত্ব তাদের। তবে আমি বিষয়টি দেখছি।
এ বিষয়ে মসজিদের সভাপতি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলমের মুঠোফোনে কথা বলার চেষ্টা করেও ফোনটি রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। ঠিকাদার মিজানুর রহমানের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন এরকম তো হওয়ার কথা নয় তবে বিষয়টি আমি দেখছি। বরাদ্দের বিষয় তিনি বলেন বর্তমান বরাদ্দ ১৩ কোটি ২৮ লাখ তবে মসজিদের সম্পূর্ণ ডিজাইন ও অবকাঠাম শেষ করতে ১৫ কোটির বেশি খরচ হবে।
শিরোনাম:
- ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস
- গৌরবের বিজয়ের দিন আজ
- বিএনপি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চায় : নার্গিস বেগম
- যশোর জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বেসরকারি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য
- ভারত থেকে এলো ৯০ টন পেঁয়াজ, কেজিতে দাম কমলো ১০ টাকা
- যশোরে স্বাস্থ্য স্যানিটেশন ও আবাসন প্রকল্পের নামে ৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ
- তালার মাগুরায় ৪ শহীদ মুক্তিযোদ্ধার মাজারে পুষ্পমাল্য অর্পণ
