নড়াইল সংবাদদাতা:
নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস হানিফ পরিবহন উল্টে খাদে পড়ে অন্তত ৪ যাত্রী আহত হয়েছেন। তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

সোমবার দুপুরে সদর উপজেলার তুলারামপুর নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের তুলরাপুর পাম্প চত্বরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ।

পুলিশ ও স্থানীয়রা জানান,ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন কিছু যাত্রী নিয়ে যশোরের উদ্দেশ্যে যাচ্ছিল। নড়াইল সদরের তুলারামপুর এলাকায় পৌঁছালে পথিমধ্যে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাম্পের পাশে একটি খাদে পড়ে যায়। এতে অন্তত ৪ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছেন।

এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে থানার এসআই মনির আহমেদ জানান, ঢাকা থেকে আসা একটি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় চারজন আহত হয়েছে। তবে বড় ধরনের কোন ক্ষয় ক্ষতি হয়নি।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version