বাংলার ভোর প্রতিবেদক

নিয়োগবিধি বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি। শুক্রবার সংগঠনের খুলনা বিভাগীয় কমিটির এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।

গতকাল সকালে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদ হল রুমে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনার রশীদ। বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ারা খাতুন, সংগঠনের যশোর জেলা সভাপিত বিএম মামুন আলতাফ, সিনিয়র সহ-সভাপতি বিএম মোস্তাক আহম্মেদ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পদক শফিকুল ইসলাম, কুষ্টিয়া জেলার প্রতিনিধি ফয়সাল আহম্মেদ, কামরুল ইসলাম, মিনারুল ইসলাম, রাসেল কবির, যশোর সদর উপজেলা শাখার সভাপতি শাহবুদ্দিন আহম্মেদ প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন পরশ কুমার বিশ্বাস।

সভায় এফপিআই ও এফডাব্লুএদের নিয়োগ বিধি নিয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। সেই সাথে আগামী জনবল নিয়োগের পূর্বে শিক্ষাগত যোগ্যতাসহ নিয়োগবিধি বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।

Share.
Exit mobile version