চৌগাছা সংবাদদাতা

যশোরের চৌগাছায় নিরাপদ সড়কের দাবিতে ও সড়ক দুর্ঘটনায় অনার্স শেষ বর্ষের ছাত্রী আফিয়া ইসলাম মৃধার মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে চৌগাছা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনে অংশ নেন সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকবৃন্দ।

এর আগে সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টায় বাসচাপায় নির্মমভাবে প্রাণ হারান চৌগাছা মহিলা কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী আফিয়া ইসলাম মৃধা। তার এই হৃদয়বিদারক মৃত্যু এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি করে।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে চৌগাছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশিদুল ইসলাম রিতম এক পোস্টের মাধ্যমে চৌগাছা উপজেলার ১১টি ইউনিয়নের সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে একযোগে মানববন্ধন কর্মসূচির ডাক দেন। তার এই আহ্বানে সাড়া দিয়ে বুধবার অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন বয়স ও শ্রেণি পপশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা চারটি মূল দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো চৌগাছা বাজারের ভেতরে থাকা সব বাস, সিএনজি ও ইজিবাইক স্ট্যান্ড বাজারের বাইরে সরিয়ে নেয়া, যত্রতত্র যানবাহন দাঁড়ানো বন্ধ করা, দোষী বাস মালিকের বিরুদ্ধে অর্থদণ্ড বৃদ্ধি এবং দোষী চালকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ও দৃশ্যমান শাস্তি নিশ্চিত করা।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন চৌগাছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশিদুল ইসলাম রিতম, মুখপাত্র ইয়াসিত আরাফাত, মুখ্য সংগঠক হুরাইরা বিন লাম। এছাড়া অভিভাবকদের মধ্যে মোফাজ্জেল হোসেন, শাহানুর হোসেন, রবিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, একের পর এক দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্টদের মধ্যে কোনো জবাবদিহিতা নেই। তারা জানান, এই দুর্ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং চৌগাছায় অব্যবস্থাপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবে সচেতন জনগণ।

Share.
Exit mobile version