এস এম জালাল
গণতান্ত্রিক যাত্রাপথের উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থতির উন্নয়ন এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে সমাবেশ করবে যশোর জেলা বিএনপি। আগামী ১৮ ফেব্রুয়াবি বিকেলে যশোর টাউন হল ময়দানে এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সমাবেশের মাধ্যমে আগামি নির্বাচন নিয়ে দলের বার্তা দিবেন নেতাকর্মীদের।
এ সমাবেশ ঘিরে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চাঙা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে সমাবেশ সফল করতে বিএনপি প্রতিটি থানা, পৌরসভা, ইউনিয়নের ওয়ার্ড, ওয়ার্ডে চালাচ্ছে প্রচার কার্যক্রম। সমাবেশ কর্মী,সমার্থক নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে কাজ করছেন তারা। জেলার আটটি উপজেলা, আটটি পৌরসভা ও ৯৩টি ইউনিয়নে গণসংযোগ করছেন। দলের ১৬ টি সাংগঠনিক ইউনিট সমাবেশ সফল করতে কাজ করেছে বলে জানিয়েছেন জেলা বিএনপি নেতৃবৃন্দ ।
জেলা থেকে থানা, পৌরসভা, ইউনিয়নের ওয়ার্ড ওয়াডে চলছে গণসংযোগ, প্রচারপত্র বিলি, মিছিল মিটিং। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত নেতাকর্মীরা। দলের প্রতিটি অঙ্গ সংগঠন নিয়েছে আলাদা আলাদা কর্মসূচি। মূল লক্ষ্য আগামী ১৮ তারিখের সমাবেশকে সফল করা। দলটির নেতাদের দাবি ৫ তারিখের পর নেতাকর্মীরে চাঙ্গা হয়ে উঠলেও সমবেশ ঘিরে তৃণমূল চাঙা হয়েছে। সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।
জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক, শ্রমিক দল কৃষক দল, মহিলা দল ও ছাত্রদলের দলের নেতৃত্বে মিছিল প্রচার কার্যক্রম চলছে। ১৮ই ফেব্রুয়ারি ঐতিহাসিক এ ময়দানে সমাবেশে মানুষের ঢল নামবে বলে মনে করছেন বিএনপি’র নেতারা ।
জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান জানান, সমাবেশ সফল করতে ছাত্রদলের প্রতিটি ইউনিট কাজ করছে। তিনি বলেন, ছাত্রদলের প্রতিটি ইউনিট এখন সক্রিয়। এ সমাবেশে ছাত্রদলের ব্যাপক সংখ্যক উপস্থিতি থাকবে বলে তিনি জানান।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম বলেন, ১৮ তারিখ বিএনপি’র সমাবেশ সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি ইউনিট কাজ করছে। প্রচারপত্র বিতরণ ও প্রস্তুতি সভা ও উপজেলা পর্যায়ে মিছিল মিটিং অব্যাহত রেখেছে। এ সমাবেশে স্বেচ্ছাসেবক দলের সর্বোচ্চ জনসমর্থনা উপস্থিত থাকবে বলে জানান তিনি।
জেলা যুবদলের আহবায়ক তমাল আহমেদ বলেন, ১৮ তারিখের সমাবেশ সফল করতে যুবদল তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। মিছিল মিটিং ও প্রচারপত্র বিলি করছে।’ সদর উপজেলা বিএনপির সম্পাদক আনজারুল হক খোকন বলেন, সমাবেশ ঘিরে তৃণমূলের নেতাকর্মীরা উজ্জীবিত। সমাবেশ সফল করতে গ্রামে গ্রামে গণসংযোগ অব্যাহত রেখেছি।
জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন বলেন, সমাবেশ সফল করতে বিএনপির সকল ইউনিট ও অঙ্গ সংগঠনগুলো ঐক্যবদ্ধ। সমবেশকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। সাধারণ মানুষের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যাচ্ছে । আমরা প্রতিটি পাড়া মহল্লায় গণসংযোগ করছি। সমাবেশ সফল ও সার্থক করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নিয়েছে বিএনপি।
যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সমবেশ জনসমুদ্রে পরিণত হবে বলে আমরা আশাবাদী। দলের সাংগঠনিক ইউনিট কাজ করে যাচ্ছে। এ সমাবেশ সফল করতে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে প্রচারপত্র বিলি ও গণসংযোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।