মাগুরা প্রতিনিধি
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসানের মাগুরা-১ আসনে মনোয়নপত্র জমা দিয়েছেন আরো ছয় প্রার্থী। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার পর রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাওয়া তালিকা থেকে জানা গেছে, মাগুরা-১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী সাকিব ছাড়া আরো ছয় জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সিরাজুস সাইফিন সাঈফ, বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল ইসলাম, জাকের পার্টির মনোনীত প্রার্থী মাসুদ পারভেজ, তৃণমূল বিএনপির সনজয় কুমার রায়, বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী সঞ্জয় কুমার ভাদুরী ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর মনোনীত প্রার্থী কে এম মোতাসিম বিল্লাহ।
তারা সবাই জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দেন।
কাজী রেজাউল ইসলাম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে জনগণের সঙ্গে কাজ করে আসছি। জনগণ আমাদের সঙ্গে আছেন। আমি জয়ের ব্যাপারে আশাবাদী।
জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুস সায়েফিন সাঈফ বলেন, মাগুরা-১ আসনটি জাতীয় পার্টির অন্যতম ঘাটি। সুষ্ঠু নির্বাচন হলে আমি বিপুল ভোটে বিজয়ী হবো।
শিরোনাম:
- বার্ধক্য হোক ভালোবাসার
- চারুপীঠকে আর্থিক অনুদান দিল জেসিএফ কর্মীরা
- কোটচাঁদপুর পরিবার পরিকল্পনা অফিসের উঠান বৈঠক
- জীবননগর জুয়েলার্স সমিতির শপথ অনুষ্ঠিত
- যশোরে খালেদা হত্যা মামলায় ‘দত্তক’ ছেলের নামে চার্জশিট
- যশোরে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা হাজির হলেও ক্লাস হয়নি
- যবিপ্রবিতে ইংরেজি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
- যশোরে যাত্রীবাহী বাস থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার, যাত্রী আটক