বিবি প্রতিবেদক
নির্বাচন নিয়ে নাশকতাকারীদের তথ্য দিলে ২০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। গতকাল বেলা তিনটার দিকে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে খুলনা বিভাগের ১০ জেলার পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।
পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, নির্বাচন নিয়ে এখনো কোনো নাশকতার শঙ্কা নেই। এরপরও নাশকতা ঠেকাতে বাংলাদেশ পুলিশ নিরাপত্তার সব ব্যবস্থা গ্রহণ করেছে। কারও কাছে কোনো নাশকতার তথ্য থাকলে পুলিশকে জানাতে পারেন। নির্বাচন বানচাল ও এ ধরনের অপপ্রয়াস যারা চালায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যদি কেউ নাশকতাকারীদের তথ্য দেন, তাদের পরিচয় গোপন করে ২০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পুরস্কার দেয়া হবে।
দেশবাসীকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানিয়ে আইজিপি বলেন, ‘নির্বাচনের আগে ও পরে নির্বাচন কমিশনের নির্দেশনায় পুলিশ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকে। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। পুলিশ আপনাদের পাশে রয়েছে। প্রার্থীদের তালিকা অনুযায়ী ও আমাদের নিজস্ব ব্যবস্থায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা প্রস্তুত করা হয়েছে। সেসব কেন্দ্রে অধিক সতর্কতার সঙ্গে পুলিশ দায়িত্ব পালন করবে।’
নিউজের ভিডিও দেখতে ক্লিক করুন

এর আগে বেলা ১২ তিনি যশোর বিমান বন্দরে পৌছান। সেখান থেকে তিনি যশোর পুলিশ সুপার কার্যালয়ে আসেন। পুলিশ সুপার কার্যালয়ে থাকা যশোর শহরের বিভিন্ন এলাকায় স্থাপিত সিসি ক্যামেরার কন্ট্রোলরুম পরিদর্শন করেন। এসময় তিনি যশোর পুলিশের এ কার্যাক্রমকে সাধুবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মঈনুল হক, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ খুলনা বিভাগে কর্মরত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।