বাঘারপাড়া সংবাদদাতা
গতকাল বিকেলে স্থানীয় রোস্তমপুর বাজার থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ ও বর্তমান উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সম্পাদক কামরুজ্জামান লিটনকে আটক করেছে বাঘারপাড়া থানা পুলিশ। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি গা’ঢাকা দেন। বর্তমানে আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য তিনি প্রকাশ্যে কার্যক্রম শুরু করেন।
বাঘারপাড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, তাকে ভাটার আমতলার ভাঙচুর ও বিস্ফোরক আইনে মামলায় আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক খোকন লস্কর এ মামলা করেন। ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্র ঘোষিত ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি চলাকালে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ তুলে এই মামলা করা হয়েছিলো।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বেলা সাড়ে ৩টায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল কৃষকদলের ১২০ থেকে ১৫০ জন নেতাকর্মী বিএনপির পদযাত্রায় অংশগ্রহণের জন্য উপজেলার বন্দবিলা ইউনিয়নের ভাটারআমতলায় পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা হাতে দেশি অস্ত্রসস্ত্র, লাঠি, হকিস্টিক, ছুরি, চাপাতি, রামদা নিয়ে পরিকল্পিতভাবে অতর্কিত হামলা করে। এসময় বিএনপির নেতাকর্মীরা রক্তাক্ত জখম হয়। ঘটনার সময় আসামিরা ৫ থেকে ৭টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।