অভয়নগর ও খাজুরা প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-৪ আসনে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ সমাজের উদ্যোগে এক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে নোয়াপাড়া ইনস্টিটিউটে অনুষ্ঠিত সাইকেল র্যালি উদ্বোধন করেন যশোর আসনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকের এনামুল হক বাবুল। তিনি শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এই সাইকেল র্যালির উদ্বোধন করেন। এতে শতাধিক সাইকেল নিয়ে তরুণরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট ক্রীড়াবিদ মইনূর জহুর মুকুল আওয়ামী লীগ নেতা নওয়াপাড়া ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ফারুক হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হাসানুজ্জামান কাজল। নোয়াপাড়া ইনস্টিটিউটের ক্রীড়া সম্পাদক সঞ্জয় কুমার রায়। ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন শান্ত। সাইকেল র্যালিটি নওয়াপাড়া ইনস্টিটিউট থেকে শুরু করে রাজঘাট বাস স্ট্যাণ্ড থেকে আবার ইনস্টিটিউটে এসে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে যশোর-৪ আসনের নৌকার প্রার্থী এনামুল হক বাবুল বলেন, ‘আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।’
অপরদিকে বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া বাজারে কর্মী সমাবেশে একই মঞ্চে দেখা গেছে নুর মোহাম্মদ পাটোয়ারী, আসাদুজ্জামান মিন্টু ও দীলু পাটোয়ারীকে। বিভক্তি ভুলে নৌকার পক্ষে নিজেদের ঐক্যমতের জানান দিয়েছেন তারা।
গতকাল বিকেলে জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন আকবর আলী বিশ্বাস। প্রধান অতিথির বক্তৃতায় যশোর-৪ আসনে নৌকা প্রতিকের প্রার্থী এনামুল হক বাবুল বলেন, নিজেদের মধ্যে মান-অভিমান ও দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করে জননেত্রী শেখ হাসিনার নৌকাকে আবারও বিজয়ী করে তাকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বাবুল বলেন, যারা ৭ জানুয়ারি ভোটের দিন ভোট কেন্দ্রে যেতে ভোটারদের বাঁধা দেবে তাদেরকে প্রতিহত করতে হবে।
কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাসান আলী, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী।
জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ পাটোয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাঘারপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, প্রভাষক নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা, অ্যাড. সৈয়দ কবীর হোসেন, দিলু পাটোয়ারী, জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, কেন্দ্রীয় যুবলীগ নেতা আব্দুল্লাহ রানা ও বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শাহজালাল।
কর্মী সমাবেশে আওয়ামী লীগ নেতা সন্তোষ অধিকারী, সাবেক চেয়ারম্যান বদর উদ্দীন মোল্যা, বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকু, আওয়ামী লীগ নেতা আলী হায়দার টফি, ফিরোজ মন্ডল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা তৌহিদুর রহমান প্রমুখসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।