ঝিনাইদহ প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ-১ আসনে এবার তুমুল প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ১ লাখ ৫২ হাজার ৭৫৯ নারী ভোটারসহ মোট ৩ লাখ ৬ হাজার ৩৩৬ জন ভোটার ভোট দেবেন।
বর্তমান জাতীয় সংসদ সদস্য আওয়ামী লীগের আব্দুল হাইসহ ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আওয়ামী লীগ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি। চারবার তিনি এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তিনি প্রতিমন্ত্রীও ছিলেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী নজরুল ইসলাম দুলাল দেশের বিশিষ্ট শিল্পপতি। দৈনিক কালবেলা পত্রিকার সত্ত্বাধিকারী এবং একই দলের জেলা শাখার সহসভাপতি। তিনি লড়ছেন ট্রাক প্রতীক নিয়ে। তার বাবা আব্দুর রশিদ বিশ^াস ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। ক্ষমতার বাইরে থেকেও নজরুল ইসলাম দুলাল বহু শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান গড়েছেন। এলাকার মানুষের পাশে বিপদে আপদে সহযোগিতা করে আসছেন দীর্ঘদিন ধরে। আর এ কারণে নৌকার সাথে একরম জোর কদমে পাল্লা দিয়ে চলেছে তার ট্রাক।
নির্বাচন কমিশন সূত্র মতে, জাতীয় পার্টির মনিকা আলম লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী মুনিয়া আফরিন ফুলকপি, তৃণমূল বিএনপির কেএম জাহাঙ্গীর মাজমাদার সোনালী আঁশ, এবং ন্যাশনাল পিপলস পার্টির আনিচুর রহমান এই আসন থেকে আম প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে লাঙ্গল প্রতীকের মনিকা আলম আগেও নির্বাচন করায় তার সাথে ভোটারদের কিছুটা পরিচিতি আছে। তবে সোনালী আঁশ, ফুলকপি ও আম প্রতীকের প্রার্থীদের ভোটাররা চেনেন না বলে জানিয়েছেন।
এদিকে, ভোটের দিনক্ষণ যতই এগিয়ে আসছে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটছে। নৌকা এবং তাদের মূল প্রতিদ্বন্দ্বিতাকারী ট্রাকের সমর্থকদের মধ্যে চলছে প্রচারণার লড়াই। ইতোমধ্যে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের আওয়ামী লীগ দলীয় বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই, উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ এবং সারুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের বিরুদ্ধে ঝিনাইদহ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা করেছেন শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার। তারা আদালতে হাজিরাও দিয়েছেন।
বিভিন্ন এলাকায় সাধারণ ভোটার এবং সমর্থকদের সাথে কথা বলে জানা যায়, বর্তমান সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই বিগত ১৮ বছরেও তার এলাকার রাস্তাঘাটসহ উল্লেখযোগ্য উন্নয়ন দেখাতে সক্ষম হননি। চিত্তবিনোদন, শিক্ষা সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা কোন ক্ষেত্রেই এ আসনের মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হতে পারছেন না। তবে সারাদেশের মতো রাস্তাঘাট ও অন্যান্য অবকাঠামোর উন্নয়ন হয়েছে। তিনি ভোটারদের কাছে গিয়ে বলছেন নির্বাচনে জয়ী হতে পারলে তিনি অসমাপ্ত কাজগুলো করে দেখাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে তিনি প্রাণপণ চেষ্টা চালিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। দেশের বড় বড় প্রকল্পের কথা উল্লেখ করে বঙ্গবন্ধুর প্রতীক নৌকায় ভোট চাইছেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী নজরুল ইসলাম দুলাল শক্তভাবে মাঠে নেমেছেন। সংসদীয় এলাকার মানুষ, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে তিনি এখন বেশ জনপ্রিয় নেতা। নিজের প্রতিষ্ঠানে হাজারো বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান করে তিনি খুলে দিয়েছেন সম্ভাবনার দুয়ার। তরুণ প্রজন্মের উন্নয়ন ভাবনা নিয়ে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন শিক্ষা, স্বাস্থ্য সমস্যা সমাধানের। উপজেলার মানুষের নিত্যকার সামাজিক সমস্যা বা গ্রামীণ সংঘর্ষের শেকড় উপড়ে ফেলতে তিনি বদ্ধপরিকর। গত দু’মাসে শৈলকুপা উপজেলার অসংখ্য মামলার নিষ্পত্তিতে তিনি প্রত্যক্ষ ভূমিকা নিয়েছেন। তাই গ্রহণযোগ্যতা বেড়েছে দুলালের। ভোটারদের কথা- এলাকার উন্নয়নে সততার পাশাপশি ত্যাগী ও তরুণ প্রজন্মের নেতার যোগ্য নেতৃত্ব ছাড়া এখন আর উন্নয়নের সুযোগ কম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসুরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে হলে তরুণ ও গতিশীল নেতৃত্বই দরকার।
শিরোনাম:
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কম্বল বিতরণ
- দেয়াড়া স্বেচ্ছাসেবক দলের কম্বল বিতরণ
- জমকালো ও ব্যতিক্রমী আয়োজনে সম্পন্ন হলো নান্দিকের ‘চারুসঙ্গ ২৪
- যশোরের মুখ উজ্জ্বল করা তামিমের হাত ধরেই আসবে বিশ্বকাপ : জেলা প্রশাসক
- যশোরে কর্মী সম্মেলন সফল করতে জামায়াতের মিছিল ও লিফলেট বিতরণ
- ঝিকরগাছা অবহতিকরণ সভা অনুষ্ঠিত
- কালীগঞ্জে আন্তঃইউনিয়ন ভলিবলে জামাল ইউনিয়ন চ্যাম্পিয়ন
- খুলনায় সাউণ্ড লাইট ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন