সাতক্ষীরা প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। আর নির্বাচনে তার প্রতীক এবার নৌকার বদলে হয়েছে ঈগল।
সকাল থেকে রাত অবধি ঈগল প্রতীকের নির্বাচনী গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করে চলেছেন তিনি। সোমবার রাতে পৌরসভার ৩নং ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরায় ঘোষ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হাসান আলতু’র সভাপতিত্বে নির্বাচনী সভা করেন তিনি। প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন প্রমুখ। নির্বাচনী সভা শেষে ওই এলাকায় ঈগল প্রতীকের লিফলেট বিতরণ করা হয়।
এরআগে ঈগল প্রতীকের অফিস উদ্বোধন, নির্বাচনী গণসংযোগ, পথসভা ও ঈগল প্রতীকের লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার ভোমরা ইউনিয়নের ইউপি সদস্য মো. নেছারুল্লাহ আল-মামুন’র সভাপতিত্বে নির্বাচনী অফিস উদ্বোধন ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অন্যদিকে সোমবার বিকালে ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর ৭নং ওয়ার্ডের দাসপাড়া কালি মন্দির কমিটির আয়োজনে কমিটির সভাপতি সুপদ দাসের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্য এমপি রবি বলেন, বিগত ১০ বছরে সাতক্ষীরা সদরে জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এবার সাতক্ষীরা-২ আসনে নৌকা নেই। আমি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দুইবারের এমপি। এবার আমার প্রতীক ঈগল পাখি।
শিরোনাম:
- ‘নদী বাঁচাও-দেশ বাঁচাও-মানুষ বাঁচাও’
- ২২ এপ্রিল ভবদহ পরিদর্শনে আসছেন দুই উপদেষ্টা
- যশোরে টিআরসি নিয়োগ পরীক্ষা : প্রথম দিন শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই
- বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত
- পল্লী সঞ্চয় ব্যাংকের বিভাগীয় ক্যাম্পেইন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- শেকড়ের উদ্যোগে শিশুদের ফল উৎসব
- যশোরে গ্রাম আদালত প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
- যশোরে সচেতন ওলামা সমাজের উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্প