সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ চাদ মুহাম্মদ আবদুল আলিম আল রাজী বলেছেন, দেশের আইনের শাসন, মানবাধিকার, ন্যায়বিচার ও সমতার জন্য এক অনন্য দলিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এই সংবিধানে ন্যায়বিচার এবং সার্বজনীন মানবাধিকার নিশ্চিতের কথা বলা হয়েছে।

তিনি আরও বলেন, ন্যায়বিচার নিশ্চিত করার একটি অন্যতম পূর্বশর্ত হচ্ছে বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা। কিন্তু অসহায়, দরিদ্র, অসহায়ত্ব, বৈষম্য, বঞ্চনা, অনগ্রসরতা ইত্যাদির কারণে সমাজের একটি অংশ ন্যায়বিচারে প্রবেশাধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। তাদের কথা মাথায় রেখেই বাংলাদেশ সরকার এই লিগাল এইড কার্যক্রমের সূচনা করেন।

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির হলরুমে সকাল ৯ টায় অনুষ্ঠিত ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইনজীবী সমিতি পরিচালনা কমিটির আহ্বায়ক ও জিপি এড. শম্ভুনাথ সিংহ। সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এম জি আজম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম আশিকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, ডাক্তার ফরহাদ জামিল, জিপি এড. শম্ভুনাথ সিংহ, পিপি এড. আব্দুল লতিফ, প্যানেল আইনজীবী মুহাম্মদ মুনিরুদ্দীন, সুশীলন উপপরিচালক জিএম মনিরুজ্জামান, সেবা গ্রহীতা সাবিনা

ইয়াসমিন ও শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী আব্দুর রাজ্জাক।

Share.
Exit mobile version