রাইসুল ইসলাম অপু
অনলাইনে ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েটর বিষয়টি এখন কারও অপরিচিত নয়। বর্তমানে শুধুমাত্র একটি মোবাইল ফোন দিয়েই ভিডিও তৈরি করে প্রতিমাসে লাখ লাখ টাকা আয় করছেন যশোরের বুলবুল।
যশোর শহরের কারবালা রোড নিবাসী আব্দুল ওহাব ও মুসলিমা দম্পতি সন্তান মহিউদ্দিন বুলবুল। পড়াশোনা করছেন ঢাকার স্টামফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে। তবে পড়াশুনার পাশাপাশি সফলতা পেয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। মাসে আয় করেন লক্ষাধিক টাকা।
একটা সময় বুলবুলের সময়ই কাটত মোবাইল ফোন ও কম্পিউটারে গেমস খেলে। ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করতে গিয়ে বুলবুল পরিচিত হন ভিডিও নির্মাণ বিষয়ের সঙ্গে। এরপর বুলবুল এসব বিষয়ে নিজের দক্ষতা বাড়ানোর কথা ভাবেন। দশম শ্রেণীতে পড়াশোনা করা অবস্থায় হয়ে ওঠেন ভিডিও নির্মাণে দক্ষ একজন।
দেশের অনেক উদ্যমী তরুণদের মতো বুলবুলও স্বপ্ন দেখেন একজন বড় মানের ভিডিও নির্মাতা হওয়ার। নানা প্রতিকূলতা পেরিয়ে বুলবুল আজ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রতিষ্ঠিত।
বুলবুল নিজের ভিডিও নির্মাণের পাশাপাশি নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও নির্মাণ প্রশিক্ষণ দিচ্ছেন। তিনি বলেন তরুণদের পড়ালেখার পাশাপাশি আয় করার সুযোগ আছে।
ফেসবুকের জন্য নিয়মিত প্র্যাঙ্ক ভিডিও তৈরি করেন বুলবুল। তার মালিকানাধীন ‘প্র্যাঙ্ক জোন বিডি’ পেইজের গ্রাহকসংখ্যা প্রায় ৬ লক্ষ ৩১ হাজার। ফেসবুক ব্যবহারকারীদের কাছে ‘ প্র্যাঙ্ক বুলবুল’ নামে পরিচিত যশোরের এই তরুণ।