বাংলার ভোর প্রতিবেদক
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। গ্রীস্মের প্রচণ্ড দাবদাহে নাভিশ্বাস ওঠা যশোর শহরের শ্রমজীবী মানুষ থেকে শুরু করে পথচারীদের মাঝে ঠান্ডা শরবত ও স্যালাইনযুক্ত পানি পান দিয়ে তৃষ্ণা বিতরণ অব্যাহত রেখেছে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল।
শহরের গাড়ীখানা রোডে মঙ্গলবার বেলা ১২ টায় শুরু হওয়া জেলা স্বেচ্ছাসেবক দলের এই মানবিক কর্মসূচি বিকেল ৩টা পর্যন্ত চলে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমীর ফয়সাল ও সদস্য সচিব রাজিদুর রহমান সাগর,
যুগ্ম আহবায়ক আলী হায়দার রানা, মাহমুদ হাসান চুন্নু, শামীম রেজা অর্পণ, আসলাম শেখ,
শামীম আকতার (দফতরের দায়িত্বে), সোহানুর রহমান শামীম, হাসান আহমেদ, শফিকুল ইসলাম জয় প্রমুখ।