বিবি প্রতিবেদক
সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, যশোর সদর উপজেলায় আওয়ামী লীগের পথভ্রষ্টদের কথায় কেউ কান দেবেন না। তাদের মিথ্যা প্রচারণায় কেউ শোনবেন না। তাদের প্রতি আস্থা আনলে বিপদে পড়তে হবে। আওয়ামী লীগ ক্ষতিগ্রস্থ হবে। সাধারণ মানুষকে দুর্ভোগ-দুর্যোগে পড়তে হবে। তাদের সবাই সাবধান ও বিরত থাকবেন। আগামীতে ওইসব বিশ^াসঘাতকদের আওয়ামী লীগ করার সুযোগ থাকবে না। নৌকার বিরুদ্ধে যেয়ে আওয়ামী লীগের কোন বড় নেতাই টিকে থাকতে পারেনি, পারবে না। আওয়ামী লীগ করতে হলে বঙ্গবন্ধুর চেতনায় বিশ^াসী হতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে নৌকায় ঐক্যবদ্ধ থাকতে হবে। মীর জাফর, বিশ^াসঘাতকদের আওয়ামী লীগের কখনো ঠাঁই হবে না।
গতকাল যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের হাইকোর্ট মোড়ে নৌকা প্রতিকের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি তিনি এই আহ্বান জানান।
নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সাবেক মহিলা সংসদ সদস্য আলেয়া আফরোজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর জহুরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসাদুজ্জামান মিঠু, নওয়াপাড়া ইউনিয়নে নৌকা প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ওসমান গনি ও যুগ্ম-আহ্বায়ক কাজী আলমগীর হোসেন।
শিরোনাম:
- যশোরে সবজির বাজার চড়া হলেও ইলিশের গায়ে আগুন
- যশোরে এসিড হামলার শিকার পরিবারের পাশে তারেক রহমান
- জুলাই বিপ্লবের শিশু যোদ্ধাদের সম্মানে মৌসুমী ফলের আসর
- অ্যাড. নূরে আলম সিদ্দিকী সোহাগের মতবিনিময় শনিবার
- নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে
- যশোরে জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন
- ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিতয় জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন চায় জামায়াত -অধ্যাপক গোলাম রসুল
- যশোরে ‘চব্বিশের গণআন্দোলন ও আজকের মূল্যায়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত