বাংলার ভোর প্রতিবেদক
পদ্মা সেতু হয়ে বেনাপোল ঢাকা রুটে নিয়মিত দুই জোড়া ট্রেন চলাচলের দাবিতে মানববন্ধন করেছে যশোরের নাগরিক কমিটি। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপি মানববন্ধনে যশোরে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় নাগরিক নেতারা বলেন, যশোর-ঢাকা পদ্মাসেতু লিংক প্রজেক্ট স্বল্প সময়ে ঢাকায় যাওয়ার স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু আমাদের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না। এই প্রকল্প শুরুর আগে ঢাকার সঙ্গে যোগাযোগের জন্য যশোর থেকে যমুনা সেতু হয়ে ৩টি ট্রেন ছিল। বিগত সরকারের আমলে ওই রুট থেকে ২ টি ট্রেন রাজবাড়ী-ভাঙ্গা পদ্মাসেতু হয়ে চলাচল করছে। যশোর-ঢাকা পদ্মাসেতু লিংক প্রজেক্ট শুরু হলে খুলনার ট্রেনগুলো যশোর জংশনে আসবে না। সিঙ্গিয়া স্টেশনের পর ট্রেনগুলো গতিপথ পরিবর্তন করে নড়াইল হয়ে পদ্মাসেতু দিয়ে ঢাকায় যাওয়া আসা করবে। এছাড়া বেনাপোল এক্সপ্রেস রাজবাড়ি ফরিদপুর দিয়ে যাতায়াত করবে।

তারা আরও বলেন, এ অবস্থায় যশোরবাসীকে পদ্মা সেতুর সুফল নিতে হলে ১৯ কিলোমিটার দূরে বাঘারপাড়া উপজেলার রাধানগরে অবস্থিত পদ্মবিলা স্টেশনে গিয়ে ঢাকার ট্রেন ধরতে হবে। এজন্য পদ্মাসেতু রেল প্রকল্পের সুবিধা পেতে যশোর ঢাকা লিংক প্রজেক্টে বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে ২ জোড়া ট্রেন চালুর দাবি তাদের। এ দাবি আদায় না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেয়া হয় মানববন্ধন থেকে। মানববন্ধনে যশোর নাগরিক কমিটির আহ্বায়ক মাস্টার নুরুজ্জালাল, সদস্যসচিব মাসুদুজ্জামান মিঠু, মতিয়ার রহমান, অ্যাডভোকেট আবুল কায়েস প্রমুখ বক্তব্য রাখেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version