বাংলার ভোর প্রতিবেদক
জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার উদ্যোগে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। মঙ্গলবার বিকালে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেছেন, পল্টন ট্র্যাজেডি দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় ইসলামী আদর্শ প্রতিষ্ঠার সংগ্রাম কখনও থেমে থাকে না। সত্য ও ন্যায়ের পথে যারা অটল থাকে, তাদের ত্যাগ-সংগ্রাম ইতিহাসের পাতায় অমর হয়ে থাকে। আমরা ইসলাম, ন্যায় ও মানব কল্যাণ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি।
জামায়াতে ইসলাম মানবতার কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আদর্শে বিশ্বাসী। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে মানুষ শান্তিতে বসবাস করবে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, এবং ইসলামিক মূল্যবোধের আলোকে দেশ পরিচালিত হবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমেই আমরা সমাজ পরিবর্তনের অগ্রযাত্রা অব্যাহত রাখবো। জামায়াতে ইসলামীর যশোর জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন যশোর-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ভিপি আব্দুল কাদের, জেলা সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, অধ্যাপক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, জেলা কর্মপরিষদ সদস্য আবুল হাশিম রেজা, জেলা অফিস সেক্রেটারি নুর-ই-আলা নুর মামুন, শহর আমির অধ্যাপক শামসুজ্জামান, সদর উপজেলা আমির আশরাফ আলী ও সেক্রেটারি অধ্যাপক আব্দুল হক প্রমুখ।
সমাবেশে বক্তারা আরও বলেন, ২০০৬ সালের পল্টন ট্র্যাজেজিতে যারা শহিদ হয়েছিলেন তারা ইসলামী আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাদের ত্যাগ ইসলামী আন্দোলনকে আরও বেগবান করেছে। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ন্যায় ও সমতার সমাজ গঠনই তাদের আদর্শের লক্ষ্য ছিল। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে খুলনা বাসস্টান্ডে দিয়ে শেষ হয়।

