পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছায় অবশেষে আলোচিত মধুমিতা পার্কে স্থাপিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল প্রশাসন।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ইমরান হাসান জেলা পরিষদের জায়গা দখল মুক্ত করতে দো-তলা কার্যালয়টি ভাঙা শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছার ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী ও এসিল্যান্ড ফজলে রাব্বীসহ থানা পুলিশ।
সংশ্লিষ্টরা বলছেন, পুরোপুরি উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
জানা গেছে, হাইকোর্টে দায়ের করা রিট পিটিশন নং- ৩৫৯০/০৫ এর পরবর্তী আদেশে কয়েক বছর পূর্বে সংশ্লিষ্ট প্রশাসন পাইকগাছা পৌরসদরের মধুমিতা পার্কের সরকারি জায়গায় স্থাপিত আ.লীগের কার্যালয় রেখে অন্যান্য পাঁকা স্থাপনাগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে দখল মুক্ত করা হয়।
কিন্তু সে সময় আ.লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার সুবাদে তাদের দলীয় কার্যালয়টি সম্পূর্ন অক্ষত ছিল।
তবে, গত ৫ আগস্টে আ’লীগ সরকারের পতনের পর উচ্চ আদালতের এ রায়টি পুরোপুরি বাস্তবায়নের জন্য দলীয় কার্যালয় ভাঙার জন্য জোরালো দাবি উঠলে সংশ্লিষ্টরা এ উচ্ছেদ অভিযান শুরু করেছেন।
এ বিষয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হাসান জানান, উচ্চ আদালতের আদেশে সরকারি জায়গা অবৈধ দখল মুক্ত করতে অভিযান চালানো হচ্ছে।

Share.
Exit mobile version