পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছায় জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়-ক্ষতি সম্পর্কে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পর্যায়ে বে-সরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তবায়নে ও হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন, বাংলাদেশের সহযোগিতায় এ উদ্বুদ্ধকরণ সভায় সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ সচিব, এনজিও প্রতিনিধি, কৃষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় উপকূলীয় এলাকায় দুর্যোগ সহনশীল টেকসই ভেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানি ব্যবস্থাপনা, স্লুইস গেট নির্মাণসহ আরোও পর্যাপ্ত সাইক্লোন সেল্টার, উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, খাদ্য নিরাপত্তা জোরদারসহ নানা বিষয়ে আলোকপাত করেন এবং তা বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর পদক্ষেপকে স্বাগত জানান।
উপজেলা বিআরডিবি কর্মকর্তা ওয়াহিদ মুরাদ হোসেনের সভাপতিত্বে ও উত্তরণ কো-অর্ডিনেটর ফয়সাল মন্ডলের সঞ্চালনায় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন হুমায়ুন কবির, হাসিবুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, রেশমা আক্তার, জিএম জাকারিয়া, শাহাজান আলী, ইউনিয়ন পরিষদ সচিব আরিফ বিল্লাহ, সহকারী সচিব তৈয়েবুর রহমান, এনজিও এ্যাওসেড প্রতিনিধি মানিক বসু, কৃষক দীপক বর্মন ও উত্তরণের কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মকর্তা মনিরুল ইসলাম।

