পাইকগাছা সংবাদদাতা
জীবিকা সহায়তা ব্যবস্থার ঘাটতি ও সুযোগ শনাক্তে বিভিন্ন স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১ টায় অফিসার্স ক্লাবে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের আয়োজনে ও হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের সহযোগিতায় কর্মশালায়টি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় কম্পিউটার, মেকানিক, হাঁস-মুরগি, দর্জি বিজ্ঞান, মৎস্য, কৃষি, এ্যাকুরিয়ামে রঙ্গিন মাছ চাষসহ বিভিন্ন সুবিধাভোগী স্টেকহোল্ডার নারী-পুরুষরা অংশগ্রহণ করেন।
অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইউআরসি ঈমান উদ্দীনের সভাপতিত্বে ও উত্তরণের কো-অর্ডিনেটর ফয়সাল মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালার অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা একরামুল হোসেন, সমাজসেবা কর্মকর্তা অনাথ বিশ্বাস, বিআরডিবি কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, সমবায় অফিসের সহকারী পরিচালক আমীর হোসেন ও সাংবাদিক স্নেহেন্দু বিকাশ। সুফলভোগীদের মধ্যে বক্তব্য রাখেন মতিলাল রায়, শেফালী বেগম, মাওলানা আমানউল্লাহ, সুশান্ত মন্ডল, দীপক বর্মন, হারুনর রশীদ, রাকিব হোসেনসহ উত্তরন কর্মকর্তা দীপন মুখার্জী, মনিরুজ্জামান মনা, কামরুল খান ও কমলেশ মন্ডল।
উদ্যোক্তারা জানান, সরকারের পাশাপাশি সুইজারল্যান্ডের সহয়তায় এ প্রকল্পের মাধ্যমে শিক্ষিত যুব সমাজকে কারিগরি প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করা, কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টি করাই মূল লক্ষ্য।

