পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছায় সংস্থার কমিটি গঠন বিরোধে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটায় একে অপরে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।

অভিযোগ উঠেছে বিএনপি নেতা ব্যবসায়ী আসাদুজ্জামান ময়না ও তার সমর্থকরা দেবদুয়ার শেখ পাড়ার আকুঞ্জির স্ত্রী রেহানা বেগম (৫৮) ও শেখ আমির হামজা রানা (৪৩) কে মারপিট করে আহত করেন। প্রকৃত ঘটনা আড়াল করতে ময়না রেহানা বেগমের ছেলেদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

অন্যদিকে বিএনপি নেতা ময়না সমর্থকদের পাল্টা অভিযোগ আমির হামজা রানা স আসাদুজ্জামান ময়না ও তার ভাইকে মাথায় আঘাত করে আহত করেন। এ নিয়ে এলাকায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী শামীম আকুঞ্জি জানান, মাইকিং করে শেখপাড়া পল্লী উন্নয়ন সংস্থার কমিটি গঠনের লক্ষ্যে ২১ ডিসেম্বর রাত ৮টার দিকে দেবদুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার সাবেক সভাপতি আসাদুজ্জামান ময়না।

সভায় সংস্থার কমিটি গঠন নিয়ে উপস্থিত সদস্যদের এক পক্ষ ভোটাভুটি ও অন্য পক্ষ আলোচনান্তে কমিটি গঠনের প্রস্তাব দেন। একপর্যায়ে বাকবিতন্ডা ও তর্কে জড়িয়ে পড়েন আসাদুজ্জামান ময়না ও আমির হামজাসহ অনেকে। এতে ভন্ডুল হয়ে যায় সভা।

পরে ফিরে আসার সময় পথে ময়না ও তার লোকজন হামজাকে মারপিট করেন।
স্থানীয় দোকানদার শেখ মিকাইল আকুঞ্জি জানান, ময়না ও তার লোকজন বাড়ির মধ্যে হামজা মারপিট করে।

একই অভিযোগ করেন শেখ বাবু আকুঞ্জি ও আছিয়া দম্পতি। রেহেনা বেগম বলেন ছেলে হামজা অজ্ঞান হয়ে পড়লে মা হয়ে তাকে বাঁচানোর চেষ্টা করি কিন্তু তারা আমাকেই মারপিট করে।

এ প্রসঙ্গে আসাদুজ্জামান ময়না বলেন, তাদের দুই ভাইয়ের উপর এলাকাবাসী সন্তুষ্ট না।

আমাদের উপর মারপিটের ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছি।

এদিকে এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে সরেজমিনে ঘটনা যাচাই করে দুপক্ষের বিরোধ নিরসনে বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতা কর্মীরা।

Share.
Exit mobile version