পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছায় জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৪তম জাতিয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা সদরে শোভাযাত্রা শেষে উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী।
সরকারি কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন একরামুল হেসেন, সৈকত মল্লিক, ঈমান উদ্দীন, অনাথ বন্ধু বিশ্বাস, হাসিবুর রহমান, জয়ন্ত কুমার ঘোষ, পাইকগাছা প্রেসক্লাব সহ-সভাপতি আ. আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহম্মেদ, রিপোটার্স ইউনিটের সম্পাদক আসাদুল ইসলাম, বিভিন্ন সমবায় সমিতির সভাপতি/সম্পাদকদের মধ্যে
চিত্তরঞ্জন রায়, দিলীপ বিশ্বাসসহ সমবায় বিভাগের আমিন হোসেন, দীপন জোয়াদ্দার, হিমাদ্রী ঢালী, মিনারুল ইসলাম, শেখ আরিজুর রহমান প্রমুখ।

