পাইকগাছা সংবাদদাতা
খুলনার পাইকগাছায় বুদ্ধি প্রতিবন্ধী শিশু (১৩) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।
পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য খুমেক হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর সকাল সাড়ে ৭ টার দিকে মুনকিয়া খেয়াঘাটে ছাগল চরাতে যায় শিশুটি। সে সময় স্থানীয় মুনকিয়া গ্রামের কৃষ্ণপদ মল্লিকের ছেলে বিচিত্র (৩৩) ভিকটিমকে নানা প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী বাগানে নিয়ে ধর্ষণ করে। ঘটনার সময় স্থানীয় এক মোটরসাইকেল চালক বিষয়টি দেখে ফেললে তা জানাজানি হলে সেটি ধামাচাপা দিতে নানা তদবিরের পাশাপাশি টাকার প্রলোভনও দেখানো হয় ভুক্তভোগী পরিবারটিকে।

পরে ভুক্তভোগীর নানা বাদী হয়ে ধর্ষকের বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন দমন আইন( ২০০০ সংশোধিত-২০২০) এর ৯(১) ধারায় থানায় মামলা করেছেন, যার নং-৭।

এ বিষয়ে ওসি রিয়াদ মাহমুদ জানান, ভিকটিমকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামিকে গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version