পাইকগাছা সংবাদদাতা
খুলনার পাইকগাছায় ষাটোর্ধ এক বিধবার ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে কোন এক সময় উপজেলার সোলাদানার দীঘা গ্রামের প্রয়াত ফনিন্দ্র ( আমিন) সানার স্ত্রী শ্রীলেখা সানাকে দুর্বৃত্তরা রান্না ঘরে কুপিয়ে হত্যা করে চলে যায়।
বুধবার সকাল ১০টার দিকে প্রতিবেশির ডাকাডাকিতে কোনো সাড়া শব্দ না পেয়ে এক পর্যায়ে রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে থানা পুলিশ ও সিআইডি ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে জানান, নিহতের শরীরে কোঁপের দাগ ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
খোজ নিয়ে জানা গেছে, নিহতের ১ ছেলে ঢাকায় চাকরি করেন ও ১ মেয়ে সাতক্ষীরায় বাস করেন। বাড়িতে তিনি একাই থাকতেন।
তবে আইনশৃঙ্খলা বাহিনী প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের পিছনে জমির বিরোধ বা অন্য কোন রহস্য লুকিয়ে আছে কিনা সেটা নিশ্চিত করে কিছু বলতে পারেনি। রহস্য উন্মোচনে পুরোদমে পুলিশি তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তারা।
ঘটনাস্থল পরিদর্শনের কথা বলে থানার ওসি গোলাম কিবরিয়া জানান, নিহতের ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তিনি আরোও বলেন এ ঘটনাটি নিয়ে পুলিশ তৎপর রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
