পাইকগাছা সংবাদদাতা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সমসাময়িক রাজনীতি ও বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে খুলনা-৬ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম উঠান বৈঠক করেছেন।
শুক্রবার দিনব্যাপি কয়রাসহ উপজেলার হাবিবনগর মোড় ও নাবাসহ একাধিক স্থানে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সকালে নাবা সার্বজনীন পূজা মন্দির চত্বরে আয়োজিত বৈঠকে দুলাল সরদারের সভাপতিত্বে রফিকুল ইসলাম রফিক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি দলীয় মনোনয়ন দৌড়ে শতভাগ এগিয়ে।
তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল হিসেবে অনেকেই দলীয় মনোনয়ন চাইতে পারে, এটাই স্বাভাবিক।
মনোনয়ন প্রতিযোগিতা বড় আনন্দের। শেষ পর্যন্ত যেই প্রার্থী হোক না কেন আমরা তার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করব। ইতিমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ভার্চুয়ালী সাক্ষাতকার শেষে আমরা সাম্ভাব্য ৫ প্রার্থী মনিরুজ্জামান মন্টু, ডা. আব্দুল মজিদ, অ্যাড. মোমরেজুল ইসলাম, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী ও আমি ওয়াদা করেছি যে প্রার্থী হবে তার সাথে কাজ করব।
বিশ্বজিৎ সরদারের সঞ্চালনায় বৈঠকে দলীয় ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা নজরুল ইসলাম, জিএম ফারুক হোসেন, হাবিবুর রহমান, হালিম গাজী, পংকজ মল্লিক, দিদরুল ইসলাম, পিয়ারুল ইসলাম, সিরাজুল, জাহিদ, শহিদুল্লাহসহ আরো অনেকে।
 
		 

