সাতক্ষীরা সংবাদদাতা
পানা টাকা ফেরত না পেয়ে আদালতে মামলা করায় স্কুল শিক্ষককে হয়রানিসহ বিভিন্নভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে আসামি রেজাউল করিমের বিরুদ্ধে।
মামলা সূত্রে জানা যায় সাতক্ষীরা সদরের তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এস এম মোর্তজা আলমের কাছ থেকে গত ৩০ মে ২০ লাখ টাকা ধার হিসেবে গ্রহণ করেন কাঠিয়া গ্রামের রেজাউল করিম। এক মাসের মধ্যে টাকা ফেরত দেয়া কথা থাকলেও সময়মত ফেরত না দিয়ে সোনালী ব্যাংকের ২০ লাখ টাকার একটি চেক দেন ৩১ জুলাই তারিখের। কিন্তু ওই চেকটি ডিজঅনার হলে পাওনা টাকার জন্য আদালতে মামলা করেন এসএম মোর্তজা আলম।
এদিকে ওই মামলায় ক্ষিপ্ত হয়ে রেজাউল করিম পাওনাদার শিক্ষক মোর্তজা আলমকে হয়রানির জন্য নানা ষড়যন্ত্র করে চলেছে। এতে করে তিনি পরিবারসহ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে আসামি শিক্ষক রেজাউল করিমের বক্তব্য নেয়ার চেষ্টা করেও পাওয়া যায়নি।