পাটকেলঘাটা সংবাদদাতা:
সাতক্ষীরার পাটকেলঘাটার পল্লীতে বিদ্যুৎ স্পৃষ্টে আফজাল হোসেন (২৬) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত আফজাল হোসেন সাতক্ষীরার পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের বাসিন্দা। তিনি বান্দরবন জেলা সদরে সৈনিক পদে কর্মরত ছিল।

নিহতের পরিবারের বরাত দিয়ে সুরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই জানান, আফজাল হোসেন ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসেন। বুধবার তার ছুটির শেষ দিন ছিল। বেলা ১টার দিকে তিনি নিজের ঘরে ফ্যান চালাতে গিয়ে অসাবধানতবশত বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, ঘটানাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Share.
Exit mobile version