পাটকেলঘাটা সংবাদদাতা

সাতক্ষীরার পাটকেলঘাটায় থানা পুলিশের পৃথক অভিযানে ভারতীয় মদ ও গাঁজাসহ তিনজন আটক হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় চার বোতল ভারতীয় মদসহ বিশ্বজিৎ কুমার দাস(৪৫) নামে একজনকে আটক করে পুলিশ। সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরব নগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া বিশ্বাজিৎ দাস কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামের বাসিন্দা।

অপরদিকে, শনিবার রাতে তাদের খলিষখালী ইউনিয়নের বাগমারা বাজার থেকে ২০০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করে থানা পুলিশ। আটকরা হলেন, উপজেলার মাগুরা এলাকার রাখাল দাস (৩৩) ও বালিয়াদাহ এলাকার নাজমুল হুদা ওরফে রেজা (২৮)।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, উভয় ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version