অভয়নগর সংবাদদাতা
পাট একটি অর্থকরী ফসল। সেই ফসলের অনেক চাহিদা রয়েছে দেশ ও বিদেশে। দেশ থেকে পাট রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান। তাই দেশীয় সম্পদ পাট শিল্পকে উন্নত করতে হবে। পাট শিল্পকে বাঁচিয়ে রাখার স্বার্থে কৃষককে সহযোগিতা করতে হবে। ফিরিয়ে আনতে সোনালী আঁশের স্বর্ণালী যুগ। যশোরের অভয়নগরে ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১ মৌসুমে পাট প্রণোদনা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি যশোর-৪ আসনের সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল এ কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশীয় সম্পদের উপর নির্ভর হতে আহবান করেছেন। সেই আহবানে সাঁড়া দিয়ে আমাদের কৃষক ভাইয়েরা দিনরাত পরিশ্রম করে ফসল উৎপাদন করছেন। তাই পাট শিল্পের ব্যবহার সর্বত্র ছড়িয়ে দিতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন।
আজ (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে পাট বীজ বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ। কৃষি কর্মকর্তা লাভলী খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু। এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও কৃষক ভাইয়েরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে পাট বীজ বিতরণ করা হয়।
কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, এবার নওয়াপাড়া পৌর এলাকার ২০ জন ও ইউনিয়ন পর্যায়ের ১৮০ জনকে এক কেজি পরিমাণ পাট বীজ দেয়া হবে। এর আগে একই সভাকক্ষে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।