নিজস্ব প্রতিবেদক
যশোরে পানিতে ডুবে দুই বছরের শিশু সিয়াম হোসেনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে সদরের ঘুরুলিয়া গ্রামে। সে ওই গ্রামের সাগর হোসেনের ছেলে।
মৃত শিশু সিয়ামের পিতা সাগর হোসেন জানান, সকালে সিয়াম বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিলো। এ সময় সে অসাবধানতবশত পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাইনি। ঘণ্টা দুই পরে পুকুরে তার মরদেহটি ভাসতে দেখে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহম্মদ আলী হাসান জানান, মৃত অবস্থায় তাকে নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে পুলিশ মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।

Share.
Exit mobile version