প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্টপার্টি (সিপিবি) যশোর জেলা কমিটি উদ্যোগে বুধবার বেলা সাড়ে ১২ টায় যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলামের মাধ্যমে ভবদহের লাখো মানুষের জলাবদ্ধতা নিরসনের দাবিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদনকালে উপস্থিত ছিলেন সিপিবি যশোর জেলা সভাপতি অ্যাড. আবুল হোসেন, সাধারণ সম্পাদক ইলাহদাদ খান, সহ সাধারণ সম্পাদক অ্যাড. আমিনুর রহমান হিরু, ট্রেড ইউনিয়ন যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মজনু, সিপিবি যশোর জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, ক্ষেতমজুর সমিতির মণিরামপুরের সভাপতি আব্দুল মজিদ, প্রকৌশলী আবু হাসান, মনোরঞ্জন বিশ^াস।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় যশোরের দুঃখ ভবদহ অঞ্চলের তিন লক্ষাধিক মানুষ এবারের বর্ষায় জলাবদ্ধতার শিকার হয়েছে। চার দশকে হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও এ অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধান হয়নি। যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা তথা ভবদহ অঞ্চলের ৩ লক্ষাধিক মানুষ এখন জলাবদ্ধতার শিকার। –