বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের পালবাড়ি-শিক্ষাবোর্ড অফিস-মণিহার জাতীয় মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ বিষয়ক অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
শহরের পালবাড়ি-বোর্ড অফিস-মণিহার জাতীয় মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে মোট দৈর্ঘ্য ৪ দশকি ৪৪ কিলোমিটার। প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৪ সালের জুলাই থেকে ২০২৮ সালের জুন মাসের শেষ নাগাদ। প্রকল্পের উদ্দেশ্যে বলা হচ্ছে, সেতু পুনঃনির্মাণের মাধ্যমে শহরের যানজট দূর হবে। শহরের চার পাশের রিং রোড চার লেনে উন্নতীকরণ সম্ভব হবে। সড়কটির ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে ও ব্যয় সাশ্রয় মহাসড়ক এবং অর্থ সামাজিক উন্নয়ন হবে। এই প্রকল্পের ডিপিপি’র অঙ্গের মধ্যে রয়েছে, ভূমি অধিকরণ ১.৯৮৮ হেক্টর, ইউটিলিটি থোক, বিদ্যমান পেভমেন্ট প্রস্থকরণ ও মজবুতিকরণ ৩.৫০২ কিলোমিটার. রিঝিড পেভমেন্ট নির্মাণ ৬৫৬ কিলোমিটার, বাস-বে নির্মাণ ১০ টি, ইন্টারসেকশন নির্মাণ (খাজুরা) ১টি, সংযোগ সড়ক নির্মাণ ৪৩টি ও সার্ভিস লেন নির্মাণ ০.৭৯০ কিলোমিটার।
জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, সদর উপজেলা নির্বাহী অফিসার শারমীন আক্তার, যশোর চেম্বর অব কমার্সের সাধারণ সম্পাদক তানভীর ইসলাম সোহান, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াত ইসলামীর আমীর গোলাম রসূল প্রমুখ।
এ সময় সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়ার সঞ্চালনায় উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় স্থানীয় জনগণ, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতাকর্মীরা, ছাত্র-প্রতিনিধিসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। এ সময় বক্তারা টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা হাতে নিয়ে উন্নয়ন কাজ করার দাবি জানান। তারা প্রাচীন জনপদের জেলা শহর হিসেবে যশোরের অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় দুঃখ প্রকাশ করেন। এছাড়া জমি অধিগ্রহণের ক্ষেত্রে সঠিক বাজার মূল্য ও নির্ধারিত স্থান নির্বাচন করার ক্ষেত্রে সতর্ক থাকতে বলেন। বক্তারা ঠিকাদার নির্বাচনের ক্ষেত্রে ও প্রকল্প দুর্নীতিমুক্ত করার দাবিও করেন।
অংশিজন সভার সভাপতি আজাহারুল ইসলাম বলেন, এই শহরে আমরা থাকবো না। এখানকার উন্নয়ন ভোগ করবে এই জনপদের মানুষ। আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে টেকসই উন্নয়ন করতে হবে। পালবাড়ি মোড় থেকে মণিহার এই রাস্তাটি গুরুত্বপূর্ণ। এই রাস্তা ৪ লেনে তৈরির বিষয়ে আমরা একমত। এছাড়া পরবর্তী কার্যক্রম শুরু করার বিষয়ে তিনি সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন।