বেনাপোল সংবাদদাতা

বেনাপোল বন্দরে পাসপোর্টধারীদের সাথে প্রতারণায় অভিযুক্ত আটটি সাইনবোর্ড বিহীন অবৈধ দোকানে তালা ঝুলিয়েছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। এছাড়া আরো চার দোকান মালিককে সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বেনাপোল বন্দরের চেকপোস্টে অবস্থিত এসব দোকানে তালা ঝুলানো হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, চিকিৎসা ব্যবসাসহ বিভিন্ন কাজে বেনাপোল বন্দর হয়ে সবচেয়ে বেশি পাসপোর্টধারী যাতায়াত করে ভারতে। এসব যাত্রীরা যখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাসপোর্ট যোগে বন্দরে নামেন তখন এক শ্রেণীর ছিনতাইকারী বিভিন্ন পরিচয়ে পাসপোর্টের ফরম বা ভ্রমণ ট্যাক্স কেটে দেয়ার কথা বলে স্থানীয় বিভিন্ন মার্কেটে সাইনবোর্ড বিহীন ঘরে বসায়।

পরে বিভিন্ন প্রতারণার মাধ্যমে কখনো ভয় ভীতি দেখিয়ে সাথে থাকা অর্থ ছিনিয়ে নেয়। সবশেষে গত সোমবার বন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল থেকে ৮ পাসপোর্টধারীর কাছ থেকে ২ লাখ টাকা ছিনিয়ে নেয় প্রতারকরা।

অবশেষে পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ সুমন ভক্ত তার ফোর্সসহ এলাকার সুধিজনদের নিয়ে অভিযান চালিয়ে ছিনতাইকারীদের ব্যবহৃত আটটি অবৈধ দোকানে তালা ঝুলিয়ে দেয়।

বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত বলেন, বেনাপোল চেকপোস্টে দীর্ঘদিন ধরে কিছু কু-চক্রের সদস্যরা সাধারণ পাসপোর্ট যাত্রীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে ছিনতাই করে আসছিল। যে সকল প্রতিষ্ঠানে যাত্রীদের বসিয়ে এ ধরনের অপকর্ম করত সেসব প্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত তালা ঝুলিয়ে বন্ধ করে দিয়েছি। এদেরকে যদি কোন ঘর মালিক পুনরায় বাজার কমিটি ও প্রশাসনের অনুমতি ছাড়া ঘর খুলে দেয় সেক্ষেত্রে ঘর মালিককেও আইনের আওতায় আনা হবে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version