মহেশপুর সংবাদদাতা
মহেশপুরে ফিল্মি স্টাইলে মোটরসাইকেলের পিছনের সিটে বসে চালক মোস্তাক উদ্দিনকে ছুরি দিয়ে জবাই করে হত্যা চেষ্টা করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার খর্দ্দখালিশপুর গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। আহত মোস্তাক উদ্দিন পৌর শহরের পাতিবিলা চড়কতলার বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত কানাইডাঙ্গা গ্রামের বাবুল রেজাকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, আহত মোস্তাক ও অভিযুক্ত বাবুল দু’জনে ইট ভাটার শ্রমিক নিয়োগ দেয়ার কাজ করেন। শ্রমিক দেয়ার আশ্বাসে মোস্তাক উদ্দিনের কাছ থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা নেন অভিযুক্ত বাবুল রেজা। কিন্তু সময়ের মধ্য শ্রমিক না দিতে পারায় টাকা ফেরত চান মোস্তাক। ঘটনার দিন বিকেলে টাকা ফেরত দেয়ার কথা বলে ডেকে নিয়ে গিয়ে রাতে মোটরসাইকেলের পিছনে বসে ছুরি দিয়ে চালক মোস্তাক উদ্দিনের গলায় আঘাত করেন বাবুল রেজা। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দু’জনে রাস্তায় ছিটকে পড়লে পালিয়ে যান বাবুল। পরে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা আহত মোস্তাক উদ্দিনকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে অভিযুক্ত বাবুল রেজাকে আটক করেন পুলিশ।

মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, রাতের ঘটনায় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পরদিন দুপুরে অভিযুক্ত বাবুলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version