নিজস্ব প্রতিবেদক
রোববার বেলা ১১ যশোর-বেনাপোল হাইওয়ে রোডের ঝিকরগাছার কীর্তিপুর গ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পার্শ্ববর্তী ঝাউদিয়া গ্রামের নুরুজ্জামান ওরফে নুরু (৫৮)। বিষয়টি নিহতের পুত্রকে চাকরিসহ নগদ দুই লাখ টাকা দিয়ে মীমাংসা করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নুরুজ্জামান ওরফে নুরু (৫৮) ঝিকরগাছা বাজার থেকে বাজার করে বাইসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কীর্তিপুর নামক স্থানে রাস্তা পার হতে গেলে বেনাপোলগামী ট্রাকের (যশোর ট-১২৫৭) ধাক্কায় ঘটনাস্থলে নুরুজ্জামান ওরফে নুরু (৫৮) মারা যান। এলাকাবাসীর দ্রুত নুরুজ্জামানকে স্থানীয় ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় ঘাতক ট্রাক আটক করে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী মাহবুবুর রহমান জানান, ঘাতক ট্রাকটি স্থানীয় সাবেক সংসদ সদস্য আফিল উদ্দিনের ফার্মের। সংশ্লিষ্ট ফার্মের কর্মকর্তারা এসে নিহতের পুত্র সন্তানকে চাকরির ব্যবস্থা করাসহ এবং নগদ দুই লাখ টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করায় ওই ঘটনায় কোন মামলা হয়নি।
নাভারন হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ পরিদর্শক মফিজুল ইসলাম জানান, দুর্ঘটনায় একজন মারা গিয়েছেন তবে থানায় কোন মামলা হয়নি। সাধারণ ডায়েরি হয়েছে।