বাংলার ভোর প্রতিবেদক
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সেবা পেলেন যশোরের শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মো. মনিরুজ্জামান।
শেখ মো. মনিরুজ্জামান তার পেশাগত দায়িত্ব পালনে মামলার রহস্য উদঘাটন, পুলিশি সেবা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য তিনি পিপিএম সেবা পদকে ভূষিত হন।

ওসি শেখ মো. মনিরুজ্জামান খুলনা জেলার রুপসা উপজেলার বাসিন্দা। তিনি পুলিশ বাহিনীতে সাব-ইনন্সপেক্টর হিসেবে যোগদান করেন। বিশেষ কাজের অবদানে এর আগে তিনি দু’বার আইজিপি মেডেল পেয়েছেন।
শেখ মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, সততা নিষ্ঠা কর্তব্য ও উত্তম পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বশেষ পদক রাষ্ট্রপতি পুলিশ পদকে ভূষিত হয়েছি। আমি আমার চাকুরি জীবনে শেষ দিন পর্যন্ত আমার উপর অর্পিত দায়িত্ব শত ভাগ সততার সাথে পালন করে যেতে চাই।