বাংলার ভোর প্রতিবেদক
বর্ণাঢ্য অনুষ্ঠানে যশোরের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক সংগঠন পুনশ্চ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতেই ১৩জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রজ্জ্বলন করেন মঙ্গলপ্রদীপ। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন তারা। তারা হলেন, বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, যশোর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহীন ইকবাল, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি দিপংকর দাস রতন, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, শহিদুল হক বাদল, সাইফুজ্জামান মজু, জয়তি সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, সঞ্জীব চক্রবর্তী ও শুক্লা দাস।
পরে প্রায় দেড় ঘণ্টার সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ মিলনায়তনপূর্ণ দর্শক। আবৃত্তি, সংগীত, নৃত্য ও নাটক দিয়ে সাজানো ছিল অনুষ্ঠানের ডালি।
সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথমেই সংগঠনের শিশু শিল্পীদের সমবেত কন্ঠে পরিবেশিত হয় দেশাত্মবোধক সঙ্গীত। একেবারে শেষে ছিল অভিজিৎ পাল রচিত ও নির্দেশিত নাটক ‘মানুষ’। সমগ্র অনুষ্ঠানে সংগঠনটি শিক্ষার্থী শিল্পীর অংশ নেয়।
উল্লেখযোগ্যরা হলেন, চন্দন, প্রান্ত, বসন্ত, অঞ্জন, রিক্তি, অহনা, ঝংকার, অর্পণ, তাথৈ, সুলগ্না, দেবলীনা, নন্দিনী, বিনীতা, প্রিয়ন্তী, কেয়া পিংকি, সায়ন্তনী, গোপা, লাবণ্য, বন্দনা, রায়া, সিথি, ঐশ্বর্য, নিতিকা স্বস্তিকা, স্বস্তি, পূজা, অহনা, নিশিতা, দীপান্বিতা, মেঘা,অর্নিভ, সূর্য অভিরূপ, উৎস, বিপ্রতীপ, অরিত্র, মিথুন দিব্যরাজ, অর্ঘ্য, কঙ্কনা, প্রথা, শরিতা, তাসফিয়া, প্রচীতা, অয়ন্তী, শীর্ষা, অহনা প্রমুখ।