বিবি প্রতিবেদক
গতকাল রাতে যশোর শহরের চোপদারপাড়ায় শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেলস্টেশন, মাদ্রাসা রোড ও জেল রোডে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
জানা যায়, শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে তিনটি, রেলস্টেশন মাদ্রাসা রোডে তিনটি ও বিএড কলেজের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। স্থানগুলো পরিদর্শন করেছেন পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি দল।
শংকরপুর চোপদারপাড়া কেন্দ্রে দায়িত্বরতরা জানান, বিকেলে তারা কেন্দ্রে আসেন। ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় কাজকর্ম শেষে তারা কেন্দ্রের ভেতরে ছিলেন। এ সময় আনসার ও পুলিশ সদস্যরা কেন্দ্রের বাইরে অবস্থান করছিলেন। আকস্মিক সন্ধ্যা ৭টার দিকে কেন্দ্রের পশ্চিম দিক থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। বোমার বিকট শব্দে তারা আঁতকে ওঠেন। খবর পেয়ে স্টাইকিং ফোর্সের সদস্যরা ঘটনাস্থলে যান। তারা কেন্দ্রের চারপাশ ঘুরেফিরে দেখেন।
এ বিষয়ে জানতে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইনকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
তবে, কেন্দ্রের দায়িত্বে থাকা আনসার ভিডিপি যশোরের সহকারী জেলা কমান্ডিং অফিসার শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, ‘খবর পেয়েছি শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে দুষ্কৃতকারীরা দুটি ককটেল বোমা নিক্ষেপ করে পালিয়ে গেছে। সংবাদ পাওয়ামাত্রই ঘটনাস্থলে এসেছি। এখানে পুলিশ সদস্যরাও এসেছেন। তবে ভোটকেন্দ্রে কোনও সমস্যা হয়নি। অন্ধকারের মধ্যে এ ঘটনা ঘটেছে।’
তিনি জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে কোতয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, বোমার বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে যাওয়া হয়। সাথে একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। পরীক্ষা করে দেখা গেছে সেগুলো বোমা না। ভারতীয় বাজি। বিস্ফোরিত বাজির কাগজ উদ্ধার করা হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আজকের নির্বাচনে ভয় দেখানোর জন্য কেউ হয়তো এই কাজ করতে পারে। তবে পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে।
শংকরপুর এলাকার স্থানীয় একটি সূত্র জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে রাত পৌনে ৭টার দিকে পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এরপর রেলস্টেশন মাদ্রাসা রোডে সাড়ে ৭টার দিকে আরও দুটি এবং এর কিছু সময় পর আরও একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে বিকট শব্দ হয়।
শিরোনাম:
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়
- ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’
- পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প কোচ সংকটে শিগগিরই চালু হচ্ছে না ট্রেন চলাচল
- শব্দ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী; যশোরে তিনদিনের নাট্য উৎসব হবে
- অভয়নগরে রবিউল হত্যা ওয়াহিদুলের রিমান্ড মঞ্জুর
- যশোর চেম্বার অব কমার্স সভাপতি মিজান খান ও সম্পাদক সোহান নির্বাচিত
- কেশবপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআন ধরানো অনুষ্ঠান ও পরিচিত সভা