সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরায় টাক্সফোর্সের অভিযানে অপদ্রব্য পুশকত ট্রাক ভর্তি ৪০৫ কেজি বাগদা চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। শুক্রবার রাতে ঢাকায় নিয়ে যাওয়ার সময় সদর উপজলার ঝাউডাঙ্গা এলাকা থেকে উক্ত মাছ গুলা জব্দ করা হয়।
জব্দকৃত মাছের বাজার মূল্য ৪ লাখ ৫ হাজার টাকা। এ সময় ট্রাক চালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার রাত ১২ টায় সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় কতিপয় অসাধু ব্যবসায়ী অপদ্রব্য পুশকত বিপুল পরিমাণ বাগদা চিংড়ি বিক্রির উদ্দশ্যে সাতক্ষীরা থেকে ঢাকায় নিয়ে যাচ্ছে এমন সংবাদে বিজবির একটি আভিযানিক অভিযান চালিয়ে ট্রাক ভর্তি বাগদা ও সাদা মাছ জব্দ করে।
পরবর্তীত জব্দককৃত মাছগুলা সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট পলাশ আহমদ ও সিনিয়র বৈজ্ঞানিক মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম এবং বিজিবি’র সমন্বয়ে গঠিত টাস্কফার্স সদস্যরা ক্ষা-নিরীক্ষা করে ৪০৫ কেজি অপদ্রব্য পুশকত বাগদা চিংড়ি জব্দ করেন। এসময় ট্রাকচালকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ট্রাকসহ সাদা মাছ গুলা ছেড়ে দেয়া হয়। এবং জব্দকৃত মাছগুলো পুঁড়িয়ে ধ্বংস করা হয়।