প্রশাসক বললেন ভেঙে ফেলা হবে
বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহর ও শহরতলির ফুটপথ ড্রেন দখলের বিরুদ্ধে যখন পৌরসভা কর্তৃপক্ষ কঠোর অবস্থানে ঠিক সেই মুহূর্তে ঘোপ সেন্ট্রাল রোডের একটি ক্লিনিক ড্রেনের উপর সিড়ি নির্মান করেছে। আর জে ডায়াবেটিক ফুট অ্যাণ্ড ভাইটাল কেয়ার হাসপাতালের এমন কর্মকাণ্ডে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, শহরের ঘোপ সেন্ট্রাল রোডের পূর্ব পাশে পৌরসভা থেকে ফুঠপাথ নির্মাণ করা হয়েছে পথচারীদের চলাচলের জন্য। আর পূর্বপাশে ড্রেনের উপর স্লাব দেয়া হয়েছে ময়লা পরিস্কার করার জন্য।

আর জে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ পৌরসভার ড্রেনের ওই স্লাব সরিয়ে মানুষ ও যান চলাচলের জন্য পাকাপোক্তভাবে নিজস্ব সিঁড়ি নির্মাণ করেছেন।

একই সাথে পাশেই ওষুধের দোকানে সিড়ি করা হয়েছে ড্রেনের উপর। এতে করে ওই পথে চলাচলকারীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার এক সহকারী প্রকৌশলী বলেন, ড্রেনের উপর স্লাব ও সিড়ি নির্মাণ নিষেধ করলেও ক্লিনিক মালিক তা অমান্য করে সিড়ি নির্মাণ করেছেন।

ক্লিনিকের অ্যাডমিনেস্ট্রেশন অফিসার মাহবুব রেজা বলেন, এ ওয়ার্ডে পৌরসভার কাজে যারা দায়িত্বরত আছেন। তাদের কাছে শুনে হাসপাতালের গাড়ি উঠানামা করার জন্য ৬ ইঞ্চি স্লাব নির্মাণ করা হয়েছে।

পৌরসভার পরিস্কার কাজে যাতে বিঘ্ন না ঘটে এজন্য নেট দেয়া হয়েছে। পৌরসভা থেকে নিষেধ করলে বিকল্প ব্যবস্থা করা হবে।

পৌরসভার শহর পরিকল্পনাবিদ সুলতানা সাজিয়া বলেন আমি সার্ভেয়ার পাঠিয়ে ড্রেনের উপর সিড়ি নির্মাণ দেখে এসে জানাবো। তারপর সিড়ি ভেঙ্গে ফেলতে ক্লিনিক মালিককে চিঠি দেয়া হবে।

এ ব্যাপারে পৌরসভার প্রশাসক রফিকুল হাসান বলেন, কোন অনুমতি ছাড়া অবৈধভাবে ড্রেনের উপর নির্মাণ করা স্লাব ও সিঁড়ি ভেঙ্গে ফেলা হবে।

Share.
Exit mobile version