বিবি প্রতিবেদক
যশোর-৩ (সদর) আসনের ঈগল প্রতীকের প্রার্থী মোহিত কুমার নাথ বলেন, ১০ বছর কোন কথা বলি নাই। প্রধানমন্ত্রী ২০২৩ সালে এসে বলছেন, কথা বলো, নির্বাচন করো। কে জনপ্রিয় আমি দেখতে চাই। প্রধানমন্ত্রীর কথায় আমি নির্বাচনে মাঠে।
গতকাল দুপুরে যশোর আরএন রোডে শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ মো. ইব্রাহিমের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। এদিন শহরের মণিহার ফলপট্টি, সিটি কলেজপাড়া, ব্যাটারিপট্টি, বউ বাজার, শাহাপাড়া, রেজিস্ট্রি অফিস, ফতেপুরের বাউলিয়া, হাশেমপুর বাজারসহ ১০/১২ জায়গায় পথসভা ও গণসংযোগ করেন।
তিনি আরও বলেন, নির্বাচনে কোনো প্রভাব প্রতিপত্তিকে ভয় পাই না। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন সুষ্ঠ হবে, সেখানে প্রভাব বিস্তারের কোনো বিষয় নেই। যশোর সদর উপজেলার মানুষ আগামী ৭ তারিখ নির্বাচনে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করতে উদগ্রীব হয়ে রয়েছেন। আমি প্রধানমন্ত্রীর নির্দেশে প্রার্থী হয়েছি। জনগণের ভালোবাসা ও সমর্থন দুটোই পাচ্ছি। আমি আশাবাদী আমার আসনের ১৯৮টি কেন্দ্রেই ঈগলের জয় হবে।এসব গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, সদস্য মারুফ হোসেন খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহারুল ইসলাম, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শহিদুল হক শাহিন, শ্রমিক নেতা ও পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল আলম মিন্টু, শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক যুগেশ দত্ত, নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ন কবির তুহিন, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, সহ-সভাপতি ইউনুস আলী, জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর আলম লিপু, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুল রহিম রানা, জেলা পরিষদের সদস্য রেহেনা আক্তার, যুব মুহিলা লীগ নেত্রী সাদিয়া আফরিন মৌরিন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান ইমাম সাগর, পৌর কাউন্সিলার নাসিমা আক্তার জলি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সমীর কুন্ডু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আসাদুজ্জামান সুমন, শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহমুদুল হাসান সুমন, যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম সোহাগ, শাহাজাদা নেওয়াজ, সদস্য কামরুজ্জামান কামরুল, সাবেক সহ-সভাপতি রবিউল ইসলাম, চুড়মকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না, যুব লীগ নেতা শরিফুল ইসলাম, নেতা অনুপ কুমার পিন্টু প্রমুখ।
শিরোনাম:
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়
- ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’
- পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প কোচ সংকটে শিগগিরই চালু হচ্ছে না ট্রেন চলাচল
- শব্দ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী; যশোরে তিনদিনের নাট্য উৎসব হবে
- অভয়নগরে রবিউল হত্যা ওয়াহিদুলের রিমান্ড মঞ্জুর
- যশোর চেম্বার অব কমার্স সভাপতি মিজান খান ও সম্পাদক সোহান নির্বাচিত
- কেশবপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআন ধরানো অনুষ্ঠান ও পরিচিত সভা